কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৬৯ সূরাঃ আল-হাক্কাহ | Al-Haqqa | سورة الحاقة - আয়াত নং - ৪১ - মাক্কী
৬৯ : ৪১ وَّ مَا هُوَ بِقَوۡلِ شَاعِرٍ ؕ قَلِیۡلًا مَّا تُؤۡمِنُوۡنَ ﴿ۙ۴۱﴾
আর এটি কোন কবির কথা নয়। তোমরা কমই বিশ্বাস কর। আল-বায়ান
তা কোন কবির কথা নয়, (কবির কথা তো) তোমরা বিশ্বাস করো না, তাইসিরুল
ইহা কোন কবির রচনা নয়; তোমরা অল্পই বিশ্বাস কর। মুজিবুর রহমান
And it is not the word of a poet; little do you believe. Sahih International
৪১. আর এটা কোন কবির কথা নয়; তোমরা খুব অল্পই ঈমান পোষণ করে থাক,
-
তাফসীরে জাকারিয়া(৪১) এটা কোন কবির কথা নয়; [1] (আফসোস যে,) তোমরা অল্পই বিশ্বাস কর।
[1] যা তোমরা মনে কর ও বলে থাক। কারণ, এই ধরনের কথা কবিতা হয় না এবং কবিতার সাথে এ বাণীর কোন সাদৃশ্যও নেই। অতএব তা কোন কবির কথা কিভাবে হতে পারে?
তাফসীরে আহসানুল বায়ান