কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৬৯ সূরাঃ আল-হাক্কাহ | Al-Haqqa | سورة الحاقة - আয়াত নং - ৩৭ - মাক্কী

৬৯ : ৩৭ لَّا یَاۡكُلُهٗۤ اِلَّا الۡخَاطِـُٔوۡنَ ﴿۳۷﴾

অপরাধীরাই শুধু তা খাবে। আল-বায়ান

যা অপরাধীরা ছাড়া অন্য কেউ খায় না। তাইসিরুল

যা অপরাধী ব্যতীত কেহ খাবেনা। মুজিবুর রহমান

None will eat it except the sinners. Sahih International

৩৭. যা অপরাধী ছাড়া কেউ খাবে না।

-

তাফসীরে জাকারিয়া

(৩৭) যা অপরাধীরা ব্যতীত কেউ ভক্ষণ করবে না। [1]

[1] خَاطِئُوْنَ (পাপী বা অপরাধীরা) বলতে জাহান্নামীদেরকে বুঝানো হয়েছে। যারা কুফরী ও শিরকের কারণে জাহান্নামে প্রবেশ করবে। কেননা, এই গোনাহই হল এমন গোনাহ; যা জাহান্নামে চিরস্থায়ী হওয়ার কারণ।

তাফসীরে আহসানুল বায়ান