কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৬৯ সূরাঃ আল-হাক্কাহ | Al-Haqqa | سورة الحاقة - আয়াত নং - ৩০ - মাক্কী

৬৯ : ৩০ خُذُوۡهُ فَغُلُّوۡهُ ﴿ۙ۳۰﴾

(বলা হবে,) ‘তাকে ধর অতঃপর তাকে বেড়ি পরিয়ে দাও।’ আল-বায়ান

(তখন নির্দেশ আসবে) ধর ওকে, ওর গলায় ফাঁস লাগিয়ে দাও, তাইসিরুল

মালাইকা/ফেরেশতাদেরকে বলা হবেঃ ধর ওকে, গলদেশে বেড়ি পরিয়ে দাও। মুজিবুর রহমান

[Allah will say], "Seize him and shackle him. Sahih International

৩০. ফেরেশতাদেরকে বলা হবে, ধর তাকে, তার গলায় বেড়ী পরিয়ে দাও।

-

তাফসীরে জাকারিয়া

(৩০) (ফিরিশতাদেরকে বলা হবে,) ‘ওকে ধর। অতঃপর ওর গলদেশে বেড়ি পরিয়ে দাও।

-

তাফসীরে আহসানুল বায়ান