কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৬৯ সূরাঃ আল-হাক্কাহ | Al-Haqqa | سورة الحاقة - আয়াত নং - ২৭ - মাক্কী
৬৯ : ২৭ یٰلَیۡتَهَا كَانَتِ الۡقَاضِیَۃَ ﴿ۚ۲۷﴾
‘হায়, মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হত’! আল-বায়ান
‘হায়! (দুনিয়ার) মৃত্যুই যদি আমার শেষ (অবস্থা) হত! তাইসিরুল
হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হত! মুজিবুর রহমান
I wish my death had been the decisive one. Sahih International
২৭. হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হত!
-
তাফসীরে জাকারিয়া(২৭) হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হত! [1]
[1] অর্থাৎ, যদি মৃত্যুটাই আমার শেষ ফায়সালা হত এবং পুনরায় আমাকে জীবিত না করা হত, তাহলে এই মন্দ দিন আমাকে দেখতে হত না।
তাফসীরে আহসানুল বায়ান