কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৬৯ সূরাঃ আল-হাক্কাহ | Al-Haqqa | سورة الحاقة - আয়াত নং - ২২ - মাক্কী
৬৯ : ২২ فِیۡ جَنَّۃٍ عَالِیَۃٍ ﴿ۙ۲۲﴾
সুউচ্চ জান্নাতে, আল-বায়ান
উচ্চতম মর্যাদার জান্নাতে, তাইসিরুল
সুমহান জান্নাতে – মুজিবুর রহমান
In an elevated garden, Sahih International
২২. সুউচ্চ জান্নাতে
-
তাফসীরে জাকারিয়া(২২) সুউচ্চ জান্নাতে। [1]
[1] জান্নাতের বিভিন্ন স্তর হবে। প্রত্যেক স্তরের মাঝে বহু ব্যবধান থাকবে। যেমন, মুজাহিদদের ব্যাপারে নবী (সাঃ) বলেছেন, ‘‘জান্নাতে একশত স্তর আছে, যা আল্লাহ তাআলা তাঁর পথে মুজাহিদদের জন্য তৈরী করে রেখেছেন। দু’টি স্তরের মধ্যেকার ব্যবধান হল আসমান ও যমীনের দূরত্বের সমান।’’ (বুখারীঃ জিহাদ অধ্যায়, মুসলিমঃ ইমারাহ অধ্যায়)
তাফসীরে আহসানুল বায়ান