কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৫৬ সূরাঃ আল-ওয়াকিয়া | Al-Waqi'a | سورة الواقعة - আয়াত নং - ৭৮ - মাক্কী

৫৬ : ৭৮ فِیۡ كِتٰبٍ مَّكۡنُوۡنٍ ﴿ۙ۷۸﴾

যা আছে সুরক্ষিত কিতাবে, আল-বায়ান

(যা লিখিত আছে) সুরক্ষিত কিতাবে, তাইসিরুল

যা আছে সুরক্ষিত কিতাবে, মুজিবুর রহমান

In a Register well-protected; Sahih International

৭৮. যা আছে সুরক্ষিত কিতাবে।(১)

(১) অর্থাৎ সুরক্ষিত বা গোপন কিতাব। একথা বলে এখানে লাওহে-মাহফুয বোঝানো হয়েছে। এর অর্থ এমন লিখিত বস্তু যা গোপন করে রাখা হয়েছে। অর্থাৎ যা কারো ধরা ছোয়ার বাইরে। [কুরতুবী]

তাফসীরে জাকারিয়া

(৭৮) যা আছে সুরক্ষিত কিতাবে।[1]

[1] অর্থাৎ, ‘লওহে মাহফূয’এ।

তাফসীরে আহসানুল বায়ান