কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৫৩ সূরাঃ আন-নাজম | An-Najm | سورة النجم - আয়াত নং - ৫৯ - মাক্কী
৫৩ : ৫৯ اَفَمِنۡ هٰذَا الۡحَدِیۡثِ تَعۡجَبُوۡنَ ﴿ۙ۵۹﴾
তোমরা কি এ কথায় বিস্ময় বোধ করছ? আল-বায়ান
তোমরা কি এ কথায় বিস্মিত হচ্ছ? তাইসিরুল
তোমরা কি এই কথায় বিস্ময় বোধ করছ! মুজিবুর রহমান
Then at this statement do you wonder? Sahih International
৫৯. তোমরা কি এ কথায় বিস্ময় বোধ করছ!
-
তাফসীরে জাকারিয়া(৫৯) তোমরা কি এই কথায় বিস্ময়বোধ করছ? [1]
[1] এখানে ‘কথা’ বলতে কুরআন মাজীদের বাণীকে বুঝানো হয়েছে। অর্থাৎ, এর ব্যাপারে তোমরা আশ্চর্যান্বিত হও ও ঠাট্টা-বিদ্রূপ কর, অথচ এতে না কোন আশ্চর্য হওয়ার কথা আছে, আর না কোন মিথ্যা ও হাস্যকর বিষয়।
তাফসীরে আহসানুল বায়ান