কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৫৩ সূরাঃ আন-নাজম | An-Najm | سورة النجم - আয়াত নং - ৫৭ - মাক্কী

৫৩ : ৫৭ اَزِفَتِ الۡاٰزِفَۃُ ﴿ۚ۵۷﴾

কিয়ামত নিকটবর্তী। আল-বায়ান

আগমনকারী মুহূর্ত (ক্বিয়ামত) নিকটবর্তী। তাইসিরুল

কিয়ামাত আসন্ন, মুজিবুর রহমান

The Approaching Day has approached. Sahih International

৫৭. কিয়ামত আসন্ন(১),

(১) আয়াতের শাব্দিক অর্থ দাঁড়ায়, নিকটে আগমনকারী বস্তু নিকটে এসে গেছে। আল্লাহ ব্যতীত কেউ এর গতিরোধ করতে পারবে না। [ইবন কাসীর; মুয়াসসার]। এখানে নিকটে আগমনকারী বলে কেয়ামত বোঝানো হয়েছে। সমগ্ৰ বিশ্বের বয়সের দিক দিয়ে কেয়ামত নিকটে এসে গেছে। [কুরতুবী]

তাফসীরে জাকারিয়া

(৫৭) কিয়ামত আসন্ন।

-

তাফসীরে আহসানুল বায়ান