কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৫৩ সূরাঃ আন-নাজম | An-Najm | سورة النجم - আয়াত নং - ৪৩ - মাক্কী
৫৩ : ৪৩ وَ اَنَّهٗ هُوَ اَضۡحَكَ وَ اَبۡكٰی ﴿ۙ۴۳﴾
আর নিশ্চয় তিনিই হাসান এবং তিনিই কাঁদান। আল-বায়ান
আর এই যে, তিনিই হাসান, তিনিই কাঁদান। তাইসিরুল
আর এই যে, তিনিই হাসান, তিনিই কাঁদান। মুজিবুর রহমান
And that it is He who makes [one] laugh and weep Sahih International
৪৩. আর এই যে, তিনিই হাসান এবং তিনিই কাঁদান(১),
(১) অর্থাৎ কারও আনন্দ অথবা শোক এবং হাসি ও কান্না স্বয়ং তার কিংবা অন্য কারও করায়ত্ত নয়। এগুলো আল্লাহ তা'আলার পক্ষে থেকে আসে। তিনিই কারণ সৃষ্টি করেন এবং তিনিই কারণাদিকে ক্রিয়াশক্তি দান করেন। [ইবন কাসীর; কুরতুবী]
তাফসীরে জাকারিয়া(৪৩) আর এই যে, তিনিই হাসান, তিনিই কাঁদান।
-
তাফসীরে আহসানুল বায়ান