কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৫৩ সূরাঃ আন-নাজম | An-Najm | سورة النجم - আয়াত নং - ৪২ - মাক্কী

৫৩ : ৪২ وَ اَنَّ اِلٰی رَبِّكَ الۡمُنۡتَهٰی ﴿ۙ۴۲﴾

আর নিশ্চয় তোমার রবের নিকটই হলো শেষ গন্তব্য। আল-বায়ান

আর এই যে, শেষ গন্তব্য হল তোমার প্রতিপালক পর্যন্ত, তাইসিরুল

আর এই যে, সব কিছুর সমাপ্তিতো তোমার রবের নিকট। মুজিবুর রহমান

And that to your Lord is the finality Sahih International

৪২. আর এই যে, সবার শেষ গন্তব্য তো আপনার রবের কাছে(১),

(১) উদ্দেশ্য এই যে, অবশেষে সবাইকে আল্লাহ তা'আলার দিকেই ফিরে যেতে হবে। এবং কর্মের হিসার-নিকাশ দিতে হবে। কোন কোন তফসীরবিদ এই বাক্যের অর্থ এরূপ সাব্যস্ত করেছেন যে, মানুষের চিন্তা-ভাবনার গতিধারা আল্লাহ তা’আলার সত্তায় পৌছে নিঃশেষ হয়ে যায়। তাঁর সত্তা ও গুণাবলির স্বরূপ চিন্তাভাবনার মাধ্যমে অর্জন করা যায় না। [ইবন কাসীর; কুরতুবী]

তাফসীরে জাকারিয়া

(৪২) আর এই যে, সবকিছুর সমাপ্তি তো তোমার প্রতিপালকের নিকট।

-

তাফসীরে আহসানুল বায়ান