কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৫৩ সূরাঃ আন-নাজম | An-Najm | سورة النجم - আয়াত নং - ৩৫ - মাক্কী

৫৩ : ৩৫ اَعِنۡدَهٗ عِلۡمُ الۡغَیۡبِ فَهُوَ یَرٰی ﴿۳۵﴾

তার কাছে কি আছে গায়েবের জ্ঞান যে, সে দেখছে? আল-বায়ান

তার কি অদৃশ্যের জ্ঞান আছে যার কারণে সে দেখতে পায়? তাইসিরুল

তার কি অদৃশ্যের জ্ঞান আছে যে সে জানবে? মুজিবুর রহমান

Does he have knowledge of the unseen, so he sees? Sahih International

৩৫. তার কাছে কি গায়েবের জ্ঞান আছে যে, সে প্রত্যক্ষ করে?

-

তাফসীরে জাকারিয়া

(৩৫) তার কি অদৃশ্যে জ্ঞান আছে যে, সে (সবকিছু) দেখতে পাচ্ছে? [1]

[1] অর্থাৎ, সে কি দেখতে পাচ্ছে যে, আল্লাহর পথে ব্যয় করলে তার ধন-সম্পদ শেষ হয়ে যাবে? না, অদৃশ্যের এই জ্ঞান তার নেই। বরং আল্লাহর পথে ব্যয় করা থেকে বিরত থাকার কারণ কেবলমাত্র কৃপণতা, বিষয়াসক্তি ও পরকালের প্রতি অবিশ্বাস। আর আল্লাহর আনুগত্য থেকে বিমুখতার কারণও এগুলোই।

তাফসীরে আহসানুল বায়ান