কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৫৩ সূরাঃ আন-নাজম | An-Najm | سورة النجم - আয়াত নং - ২৫ - মাক্কী
৫৩ : ২৫ فَلِلّٰهِ الۡاٰخِرَۃُ وَ الۡاُوۡلٰی ﴿۲۵﴾
বস্তুতঃ পরকাল ও ইহকাল তো আল্লাহরই। আল-বায়ান
কেননা আল্লাহই পরকাল আর ইহকালের মালিক। তাইসিরুল
বস্তুতঃ ইহকাল ও পরকাল আল্লাহরই। মুজিবুর রহমান
Rather, to Allah belongs the Hereafter and the first [life]. Sahih International
২৫. বস্তুতঃ আখেরাত ও দুনিয়া আল্লাহরই।
-
তাফসীরে জাকারিয়া(২৫) বস্তুতঃ ইহকাল ও পরকাল আল্লাহরই। [1]
[1] সুতরাং হবে তা-ই যা তিনি চাইবেন। কেননা, সমস্ত কিছুই তাঁরই এখতিয়ারাধীন।
তাফসীরে আহসানুল বায়ান