কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৫৩ সূরাঃ আন-নাজম | An-Najm | سورة النجم - আয়াত নং - ৫ - মাক্কী

৫৩ : ৫ عَلَّمَهٗ شَدِیۡدُ الۡقُوٰی ۙ﴿۵﴾

তাকে শিক্ষা দিয়েছে প্রবল শক্তিধর, আল-বায়ান

তাকে শিক্ষা দেয় শক্তিশালী, তাইসিরুল

তাকে শিক্ষা দান করে শক্তিশালী – মুজিবুর রহমান

Taught to him by one intense in strength - Sahih International

৫. তাকে শিক্ষা দান করেছেন প্ৰচণ্ড শক্তিশালী(১),

(১) অর্থাৎ তাকে শিক্ষাদানকারী কোন মানুষ নয়, যা তোমরা মনে করে থাকো। মানব সত্তার ঊর্ধ্বের একটি মাধ্যম থেকে তিনি এ জ্ঞান লাভ করছেন। তাফসীরকারদের ব্যাপক সংখ্যাগরিষ্ঠ অংশ এ ব্যাপারে একমত যে, “মহাশক্তির অধিকারী” এর অর্থ জিবরীল আলাইহিস সালাম। [ফাতহুল কাদীর]

তাফসীরে জাকারিয়া

(৫) তাকে শিক্ষা দান করে শক্তিশালী, (ফিরিশতা জিবরীল)।

-

তাফসীরে আহসানুল বায়ান