কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৫১ সূরাঃ আয-যারিয়াত | Adh-Dhariyat | سورة الذاريات - আয়াত নং - ১৩ - মাক্কী

৫১ : ১৩ یَوۡمَ هُمۡ عَلَی النَّارِ یُفۡتَنُوۡنَ ﴿۱۳﴾

‘যে দিন তারা অগ্নিতে সাজাপ্রাপ্ত হবে’। আল-বায়ান

(তা হবে সেদিন) যেদিন তাদেরকে আগুনে শাস্তি দেয়া হবে। তাইসিরুল

(বলঃ) সেই দিন, যখন তাদেরকে শাস্তি দেয়া হবে অগ্নিতে, মুজিবুর রহমান

[It is] the Day they will be tormented over the Fire Sahih International

১৩. যে দিন তারা আগুনে সাজাপ্রাপ্ত হবে।

-

তাফসীরে জাকারিয়া

(১৩) (বল,) যেদিন তাদেরকে শাস্তি দেওয়া হবে অগ্নিতে, [1]

[1] يُفْتَنُوْنَ এর অর্থ হল, يُحَرّقُوْنَ وَيُعَذَّبُوْنَ যেভাবে সোনা আগুনে পুড়িয়ে যাচাই ও পরীক্ষা করা হয়, ঠিক ঐভাবে এদেরকেও আগুনে নিক্ষেপ করে শাস্তি দেওয়া হবে।

তাফসীরে আহসানুল বায়ান