কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৩৬ সূরাঃ ইয়াসীন | Ya-Sin | سورة يس - আয়াত নং - ৪ - মাক্কী

৩৬ : ৪ عَلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ؕ﴿۴﴾

সরল পথের উপর প্রতিষ্ঠিত। আল-বায়ান

তুমি সরল সঠিক পথে প্রতিষ্ঠিত। তাইসিরুল

তুমি সরল পথে প্রতিষ্ঠিত। মুজিবুর রহমান

On a straight path. Sahih International

৪. সরল পথের উপর প্রতিষ্ঠিত।

-

তাফসীরে জাকারিয়া

(৪) তুমি সরলপথে প্রতিষ্ঠিত, [1]

[1] এটা ‘إِنَّكَ -র দ্বিতীয় খবর। অর্থাৎ নবী (সাঃ) সেই পথে আছেন, যে পথে তাঁর পূর্ববর্তী পয়গম্বর ছিলেন। অথবা তিনি এমন সরল ও সঠিক পথে আছেন, যা তাঁকে অভীষ্ট গন্তব্যস্থল (জান্নাতে) পৌঁছাবে।

তাফসীরে আহসানুল বায়ান