কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

২০ সূরাঃ ত্ব-হা | Ta-Ha | سورة طه - আয়াত নং - ৩৫ - মাক্কী

২০ : ৩৫ اِنَّكَ كُنۡتَ بِنَا بَصِیۡرًا ﴿۳۵﴾

‘আপনিই তো আমাদের সম্যক দ্রষ্টা’। আল-বায়ান

তুমি তো আমাদের অবস্থা সবই দেখছ।’ তাইসিরুল

আপনিতো আমাদের সম্যক দ্রষ্টা। মুজিবুর রহমান

Indeed, You are of us ever Seeing." Sahih International

৩৫. আপনি তো আমাদের সম্যক দ্রষ্টা।

-

তাফসীরে জাকারিয়া

(৩৫) তুমি তো আমাদের সম্যক দ্রষ্টা।’ [1]

[1] অর্থাৎ, তুমি সমস্ত অবস্থা সম্পর্কে জ্ঞাত। আর তুমি যেমন আমার বাল্যকালে আমার প্রতি অনুগ্রহ করেছিলে, তেমনি এখনও তুমি তোমার অনুগ্রহ হতে আমাকে বঞ্চিত করো না।

তাফসীরে আহসানুল বায়ান