কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
১৬ সূরাঃ আন-নাহাল | An-Nahl | سورة النحل - আয়াত নং - ১০৯ - মাক্কী
১৬ : ১০৯ لَاجَرَمَ اَنَّهُمۡ فِی الۡاٰخِرَۃِ هُمُ الۡخٰسِرُوۡنَ ﴿۱۰۹﴾
সন্দেহ নেই, তারাই আখিরাতে ক্ষতিগ্রস্ত। আল-বায়ান
এতে কোন সন্দেহই নেই যে, আখেরাতে ক্ষতিগ্রস্ত এরাই হবে। তাইসিরুল
নিশ্চয়ই তারা আখিরাতে হবে ক্ষতিগ্রস্ত। মুজিবুর রহমান
Assuredly, it is they, in the Hereafter, who will be the losers. Sahih International
১০৯. নিঃসন্দেহ, নিশ্চিত যে, তারাই আখিরাতে হবে ক্ষতিগ্রস্ত।
-
তাফসীরে জাকারিয়া(১০৯) নিঃসন্দেহে তারা পরকালে হবে ক্ষতিগ্রস্ত।
-
তাফসীরে আহসানুল বায়ান