কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
১৫ সূরাঃ আল-হিজর | Al-Hijr | سورة الحجر - আয়াত নং - ৬২ - মাক্কী
১৫ : ৬২ قَالَ اِنَّكُمۡ قَوۡمٌ مُّنۡكَرُوۡنَ ﴿۶۲﴾
সে বলল, ‘তোমরা তো অপরিচিত লোক’। আল-বায়ান
সে বলল, ‘আপনাদেরকে তো অপরিচিত লোক মনে হচ্ছে।’ তাইসিরুল
তখন লূত বললঃ তোমরাতো অপরিচিত লোক। মুজিবুর রহমান
He said, "Indeed, you are people unknown." Sahih International
৬২. তখন লুত বললেন, তোমরা তো অপরিচিত লোক।
-
তাফসীরে জাকারিয়া(৬২) তখন লূত বলল, ‘তোমরা তো অপরিচিত লোক।’ [1]
[1] ঐ সকল ফিরিশতা সুদর্শন যুবকের বেশে এসেছিলেন এবং লূত (আঃ)-এর জন্য তাঁরা ছিলেন সম্পুর্ণ অপরিচিত। সেই জন্য তিনি তাঁদের সামনে পরিচয়হীনতার কথা প্রকাশ করলেন।
তাফসীরে আহসানুল বায়ান