পরিচ্ছেদঃ ৩৯/ একটি ঢিলা দিয়ে পবিত্রতা অর্জন করার অনুমতি
৪৩। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... সালামা ইবনু কায়স (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিন বলেছেন, যখন ঢেলা ব্যবহার কর তখন বেজোড় ব্যবহার কর।
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاَهِيمَ، قَالَ أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلاَلِ بْنِ يِسَافٍ، عَنْ سَلَمَةَ بْنِ قَيْسٍ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا اسْتَجْمَرْتَ فَأَوْتِرْ " .
اخبرنا اسحاق بن ابراهيم، قال انبانا جرير، عن منصور، عن هلال بن يساف، عن سلمة بن قيس، عن رسول الله صلى الله عليه وسلم قال " اذا استجمرت فاوتر " .
সহীহ, সহীহাহ হাঃ ১২৯৫, ২৭৪৯, সহীহ আবূ দাঊদ হাঃ ১২৮, বুখারী আবূ হুরাইরাহ (রঃ) হতে হাঃ ১৬১, ১৬২, মুসলিম (ইসলামিক সেন্টার) হাঃ ৪৭২।
It was narrated from Salamah bin Qais that the Messenger of Allah (ﷺ) said:
"When you clean yourselves (with stones, after defecating), use an odd number."
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ সালামা ইবনু কাইস (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন)
১/ পবিত্রতা (كتاب الطهارة)