পরিচ্ছেদঃ ৪৩: নয় রাক'আত বিতর কিভাবে আদায় করবে?
১৭২৪. মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ আল খলানজী (রহ.) ..... সা'দ ইবনু হিশাম (রাঃ) হতে বর্ণিত। তিনি ‘আয়িশাহ (রাঃ)-এর নিকট এসে তাকে রসূলুল্লাহ (সা.) -এর সালাত সম্পর্কে প্রশ্ন করলেন। তিনি বললেন, তিনি (আল্লাহর রসূল) রাতে আট রাক'আত সালাত আদায় করতেন এবং নবম রাকআত দ্বারা বিজোড় করে নিতেন এবং বসা অবস্থায় দু' রাকআত সালাত আদায় করতেন। (সংক্ষিপ্ত)
باب كَيْفَ الْوِتْرُ بِتِسْعٍ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْخَلَنْجِيُّ، قال: حَدَّثَنَا أَبُو سَعِيدٍ يَعْنِي مَوْلَى بَنِي هَاشِمٍ، قال: حَدَّثَنَا حُصَيْنُ بْنُ نَافِعٍ، قال: حَدَّثَنَا الْحَسَنُ، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، أَنَّهُ وَفَدَ عَلَى أُمِّ الْمُؤْمِنِينَ عَائِشَةَ، فَسَأَلَهَا عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: كَانَ يُصَلِّي مِنَ اللَّيْلِ ثَمَانَ رَكَعَاتٍ وَيُوتِرُ بِالتَّاسِعَةِ، وَيُصَلِّي رَكْعَتَيْنِ وَهُوَ جَالِسٌ مُخْتَصَرٌ.
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۶۵۲ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1725 - صحيح
How to pray witr with nine rak'ahs
It was narrated from Sa'd bin Hisham: That he came to the Mother of the Believers Aishah and asked her about the prayers of the Messenger of Allah (ﷺ). She said: He used to pray eight rak'ahs at night and pray witr with the ninth, then he would pray two rak'ahs sitting down.