পরিচ্ছেদঃ ৩৫: বিতরের সালাতে এক রাকআত কিভাবে পড়তে হবে?
১৬৯৩. কুতায়বাহ্ (রহ.) ..... ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) বলেছেন, রাতের সালাত হলো দু' রাক'আত দু' রাকআত। আর বিতরের সালাত হলো এক রাকআত।
باب كَيْفَ الْوِتْرُ بِوَاحِدَةٍ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قال: حَدَّثَنَا خَالِدُ بْنُ زِيَادٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قال: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: صَلَاةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى وَالْوِتْرُ رَكْعَةٌ وَاحِدَةٌ .
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۷۶۵۷) (صحیح الإسناد)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1694 - صحيح الإسناد
How to pray witr with one (rak'ah)
It was narrated that Ibn Umar said: The Messenger of Allah (ﷺ) said: 'Prayer at night is two by two, and witr is one rak'ah.'