পরিচ্ছেদঃ ২২: বসে বসে সালাত কিরূপে আদায় করতে হবে?
১৬৬১. হারূন ইবনু আবদুল্লাহ (রহ.) ..... 'আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সা.)-কে একবার দেখলাম যে, তিনি চার জানু হয়ে সালাত আদায় করছেন। আবু ‘আবদুর রহমান (নাসায়ী) বলেন, অত্র হাদীস আবু দাউদ (রহ.) ভিন্ন অন্য কেউ বর্ণনা করেছেন বলে আমার জানা নেই। তিনি অবশ্য নির্ভরযোগ্য কিন্তু আমি অত্র হাদীস ভুল ভিন্ন কিছুই মনে করি না। আল্লাহই ভালো জানেন।
باب كَيْفَ صَلاَةُ الْقَاعِدِ
أَخْبَرَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قال: حَدَّثَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ، عَنْ حَفْصٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، عَنْعَائِشَةَ، قَالَتْ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مُتَرَبِّعًا ، قَالَ أَبُو عَبْد الرَّحْمَنِ: لَا أَعْلَمُ أَحَدًا رَوَى هَذَا الْحَدِيثَ غَيْرَ أَبِي دَاوُدَ وَهُوَ ثِقَةٌ، وَلَا أَحْسِبُ هَذَا الْحَدِيثَ إِلَّا خَطَأً وَاللَّهُ تَعَالَى أَعْلَمُ.
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۱۶۲۰۶)، انظر صحیح ابن خزیمة ۹۷۸ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1662 - صحيح
How should one who is sitting pray?
It was narrated that 'Aishah said: I saw the Prophet (ﷺ) praying while sitting cross-legged.