পরিচ্ছেদঃ
১৫৫১. মুহাম্মাদ ইবনু 'আবদুল আ'লা ও ইসমাঈল ইবনু মাস্'উদ (রহ.) ..... আবূ বাকরাহ (রাঃ) হতে বর্ণিত, রসূলুল্লাহ (সা.) একটি দল নিয়ে ভয়কালীন দু' রাকআত সালাত আদায় করলেন। তারপর তিনি সালাম ফিরালেন। অন্য আর একটি দল নিয়েও দু' রাকআত সালাত আদায় করলেন। অতঃপর তিনি সালাম ফিরালেন। অতএব নবী (সা.) চার রাকআত সালাত আদায় করলেন।
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، وَإِسْمَاعِيل بْنُ مَسْعُودٍ وَاللَّفْظُ لَهُ، قَالَا: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَشْعَثَ، عَنِ الْحَسَنِ، عَنْأَبِي بَكْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِالْقَوْمِ فِي الْخَوْفِ رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ، ثُمَّ صَلَّى بِالْقَوْمِ الْآخَرِينَ رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ، فَصَلَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعًا .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۸۳۷ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1552 - صحيح
It was narrated from Abu Bakrah that: The Messenger of Allah (ﷺ) led the people in offering the fear prayer, two rak'ahs. Then he said the taslim and led others in offering the fear prayer, then he said the taslim. So the Prophet (ﷺ) had prayed four rak'ahs.