পরিচ্ছেদঃ যখন বাতাস প্রবাহিত হবে
৫৪৯) আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ যখন প্রবল ঝড়ো হাওয়া বইতে শুরু হত তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারা মুবারকে তার (ভয়ের) আলামত দেখা যেত।
টিকাঃ প্রচন্ড বেগে বাতাস প্রবাহিত হওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারা মুবারকে ভয়ের লক্ষণ দেখা যাওয়ার কারণ হল আল্লাহ তাআলা আ’দ জাতিকে প্রচন্ড ঝড়ো হাওয়ার মাধ্যমে ধ্বংস করেছিলেন। ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আযাবের কথা মনে করতেন। তাই চেহারা মুবারকে ভয়ের লক্ষণ দেখা যেত।
باب إِذَا هَبَّتِ الرِّيحُ
৫৪৯ ـ عَنْ أَنَسٍ يَقُولُ: كَانَتِ الرِّيحُ الشَّدِيدَةُ إِذَا هَبَّتْ، عُرِفَ ذَلِكَ فِي وَجْهِ النَّبِيِّ
If the wind blows (what should one do or say?)
Narrated Anas:
Whenever a strong wind blew, anxiety appeared on the face of the Prophet (fearing that wind might be a sign of Allah's wrath).