পরিচ্ছেদঃ বিতর নামাযের ব্যাপারে যা বর্ণিত হয়েছে
৫৩২) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এগার রাকআত পড়তেন। এটিই ছিল তাঁর রাতের নামায। তাতে মাথা উঠানোর পূর্বে তিনি সিজদাহ এত লম্বা করতেন যে, তোমাদের কেউ পঞ্চাশ আয়াত পর্যন্ত পড়তে পারত। তিনি ফজরের নামাযের পূর্বে দু’রাকআত সুন্নাত নামায পড়তেন। অতঃপর মুআয্যিন এসে নামাযের জন্য আহবান করার পূর্ব পর্যন্ত ডান কাতে শুয়ে তিনি বিশ্রাম নিতেন।
باب مَا جَاءَ فِي الْوِتْرِ
৫৩২ـ عَنْ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا: أَنَّ رَسُولَ اللَّهِ كَانَ يُصَلِّي إِحْدَى عَشْرَةَ رَكْعَةً، كَانَتْ تِلْكَ صَلاتَهُ-تَعْنِي بِاللَّيْلِ- فَيَسْجُدُ السَّجْدَةَ مِنْ ذَلِكَ قَدْرَ مَا يَقْرَأُ أَحَدُكُمْ خَمْسِينَ آيَةً، قَبْلَ أَنْ يَرْفَعَ رَأْسَهُ، وَيَرْكَعُ رَكْعَتَيْنِ قَبْلَ صَلاةِ الْفَجْرِ، ثُمَّ يَضْطَجِعُ عَلَى شِقِّهِ الايْمَنِ حَتَّى يَأْتِيَهُ الْمُؤَذِّنُ لِلصَّلاةِ
What is said regarding the Witr prayer
Narrated `A'isha:
Allah's Messenger (ﷺ) used to pray eleven rak`at at night and that was his night prayer and each of his prostrations lasted for a period enough for one of you to recite fifty verses before Allah's Messenger (ﷺ) raised his head. He also used to pray two rak`at (Sunnah) before the (compulsory) Fajr prayer and then lie down on his right side till the Mu'adh-dhin came to him for the prayer.