পরিচ্ছেদঃ সালাম ফিরানোর পর ইমাম মুক্তাদীগণের দিকে মুখ ফিরিয়ে বসবে
আলোকিত প্রকাশনী নাম্বারঃ ৪৭৪, আন্তর্জাতিক নাম্বারঃ ৮৪৫
৪৭৪) সামুরা বিন জুন্দুব (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোন নামায আদায় করতেন তখন (সালাম ফেরানোর পর) আমাদের দিকে মুখ ফিরাতেন।
باب يَسْتَقْبِلُ الإِمَامُ النَّاسَ إِذَا سَلَّمَ
৪৭৪ـ عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ قَالَ: كَانَ النَّبِيُّ إِذَا صَلَّى صَلاةً أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ. (بخارى:৮৪৫)
৪৭৪ـ عن سمرة بن جندب قال: كان النبي اذا صلى صلاة اقبل علينا بوجهه. (بخارى:৮৪৫)
The Imam should face the followers after finishing the prayer with Taslim.
Narrated Samura bin Jundub:
The Prophet (ﷺ) used to face us on completion of the prayer.
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ সামুরাহ ইবনু জুনদুব (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان)