পরিচ্ছেদঃ তাশাহুদের পর পছন্দ অনুযায়ী দু’আ করবে
৪৬৮) নামাযে তাশাহ্হুদ পাঠের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)এর হাদীছ একটু পূর্বে অতিক্রান্ত হয়েছে। এই বর্ণনায় শুধুঃ
أَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
‘‘আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ব্যতীত সত্য কোন মাবুদ নেই। আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা ও রাসূল’’- উপরোক্ত অংশ পড়ার পর এতটুকু বৃদ্ধি করেছেনঃ অতঃপর যে দু’আটি তার কাছে সবচেয়ে বেশী পছন্দনীয় তা নির্বাচন করে পাঠ করবে।
باب مَا يُتَخَيَّرُ مِنَ الدُّعَاءِ بَعْدَ التَّشَهُّدِ وَلَيْسَ بِوَاجِبٍ
৪৬৮ـ حَدِيْثُ ابنِ مَسْعُوْدٍ فِي التَّشَهُّدِ تَقَدَّمّ قّرِيْباً وَقَالَ فِيْ هذِهِ الرواية بعد قوله أَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، ثُمَّ يَتَخَيَّرُ مِنَ الدُّعَاءِ أَعْجَبَهُ إِلَيْهِ فَيَدْعُو. (بخارى:৮৩৫)