পরিচ্ছেদঃ
আলোকিত প্রকাশনী নাম্বারঃ ৪৫২, আন্তর্জাতিক নাম্বারঃ ৭৯৮
৪৫২) আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ দু’আয়ে কুনূত মাগরিব ও ফজরের নামাযে পড়া হত।
৪৫২-عَنْ أَنَسٍ قَالَ: كَانَ الْقُنُوْتُ فِي الْمَغْرِبِ وَالْفَجْرِ. (بخارى:৭৯৮)
৪৫২-عن انس قال: كان القنوت في المغرب والفجر. (بخارى:৭৯৮)
Narrated Anas:
The qunut [supplication before going down for prostration] used to be recited in the Maghrib and the Fajr prayers.
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان)