পরিচ্ছেদঃ নামাযের ইকামত হওয়ার সময় কাতার সোজা করা
আলোকিত প্রকাশনী নাম্বারঃ ৪১৬, আন্তর্জাতিক নাম্বারঃ ৭১৭
৪১৬) নু’মান বিন বাশীর (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমরা নামাযে অবশ্যই কাতার সোজা করবে। অন্যথায় আল্লাহ তোমাদের চেহারা পরিবর্তন করে দিবেন।
باب تَسْوِيَةِ الصُّفُوفِ عِنْدَ الإِقَامَةِ وَبَعْدَهَا
৪১৬ـ عن النُّعْمَانِ بْنِ بَشِيرٍ يَقُولُ: قَالَ النَّبِيُّ لَتُسَوُّنَّ صُفُوفَكُمْ أَوْ لَيُخَالِفَنَّ اللَّهُ بَيْنَ وُجُوهِكُمْ.
৪১৬ـ عن النعمان بن بشير يقول: قال النبي لتسون صفوفكم او ليخالفن الله بين وجوهكم.
Straightening the rows at the time of Iqama and after it (immediately)
Narrated An-Nu`man bin 'Bashir:
The Prophet (ﷺ) said, "Straighten your rows or Allah will alter your faces."
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ নু’মান ইবনু বশীর (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان)