পরিচ্ছেদঃ আযানের শব্দগুলো দু’বার দু’বার বলবে
আলোকিত প্রকাশনী নাম্বারঃ ৩৬৬, আন্তর্জাতিক নাম্বারঃ ৬০৫
৩৬৬) আনাস বিন মালেক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ বেলাল (রাঃ) কে জোড়া জোড়া শব্দে আযান এবং বেজোড় শব্দে ইকামত দিতে আদেশ করা হয়েছে। কিন্তু কাদকামাতিস্ সালাহ শব্দটি দুইবার বলার আদেশ দেয়া হয়েছে।
باب الأَذَانُ مَثْنَى مَثْنَى
৩৬৫ ـ عَنْ أَنَسٍ قَالَ: أُمِرَ بِلالٌ أَنْ يَشْفَعَ الأَذَانَ، وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ، إِلا الإِقَامَةَ. (بخارى:৬০৫)
৩৬৫ ـ عن انس قال: امر بلال ان يشفع الاذان، وان يوتر الاقامة، الا الاقامة. (بخارى:৬০৫)
Pronouncing the wording of Adhan for Salat (prayers) twice (in doubles)
Narrated Anas:
Bilal was ordered to repeat the wording of the Adhan for prayers twice, and to pronounce the wording of the Iqama once except "Qad-qamat-is-salat".
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان)