৩৫৭

পরিচ্ছেদঃ আসরের পর কাযা নামায বা অনুরূপ কোন নামায পড়া

৩৫৭) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ ঐ আল্লাহর শপথ! যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। তিনি আল্লাহর সাথে মিলিত হওয়ার পূর্ব পর্যন্ত আসরের নামাযের পর দু’রাকাত নামায পড়া পরিত্যাগ করেননি। তাঁর উপর নামায আদায় কষ্টকর না হওয়া পর্যন্ত আল্লাহর সাথে মিলিত হননি। অর্থাৎ মৃত্যুর পূর্বে দাঁড়িয়ে নামায পড়তে তাঁর খুব কষ্ট অনুভব হত। তাই তিনি আসরের পর দু’রাকআত নামায অধিকাংশ সময় বসে আদায় করতেন। তাঁর উম্মাতের উপর কঠিন হয়ে যাওয়ার ভয়ে এ দু’রাকআত নামায মসজিদে পড়তেন না; বরং বাড়ীতে পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব সময় তাঁর উম্মাতের জন্য সহজসাধ্য জিনিষ পছন্দ করতেন।

باب مَا يُصَلَّى بَعْدَ الْعَصْرِ مِنَ الْفَوَائِتِ وَنَحْوِهَا

৩৫৭- عَنْ عَائِشَةَ قَالَتْ: وَالَّذِي ذَهَبَ بِهِ، مَا تَرَكَهُمَا حَتَّى لَقِيَ اللَّهَ وَمَا لَقِيَ اللَّهَ تَعَالَى حَتَّى ثقُلَ عَنِ الصَّلاةِ، وَكَانَ يُصَلِّي كَثيرًا مِنْ صَلاتِهِ قَاعِدًا، تَعْنِي الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ، وَكَانَ النَّبِيُّ يُصَلِّيهِمَا، وَلا يُصَلِّيهِمَا فِي الْمَسْجِدِ، مَخَافَةَ أَنْ يُثقِّلَ عَلَى أُمَّتِهِ، وَكَانَ يُحِبُّ مَا يُخَفِّفُ عَنْهُمْ. (بخارى:৫৯০)

৩৫৭- عن عاىشة قالت: والذي ذهب به، ما تركهما حتى لقي الله وما لقي الله تعالى حتى ثقل عن الصلاة، وكان يصلي كثيرا من صلاته قاعدا، تعني الركعتين بعد العصر، وكان النبي يصليهما، ولا يصليهما في المسجد، مخافة ان يثقل على امته، وكان يحب ما يخفف عنهم. (بخارى:৫৯০)

To offer the missed Salat (prayers) and the like after the 'Asr prayer


Narrated `Aisha:

By Allah, Who took away the Prophet. The Prophet (ﷺ) never missed them (two rak`at) after the `Asr prayer till he met Allah and he did not meet Allah till it became heavy for him to pray while standing so he used to offer most of the prayers while sitting. (She meant the two rak`at after `Asr) He used to pray them in the house and never prayed them in the mosque lest it might be hard for his followers and he loved what was easy for them .


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৯. নামাযের সময় (كتاب مواقيت الصلاة)