পরিচ্ছেদঃ মহিলা নামাযী ব্যক্তির শরীর থেকে আবর্জনা ফেলে দিতে পারে
আলোকিত প্রকাশনী নাম্বারঃ ৩২০, আন্তর্জাতিক নাম্বারঃ ৫২০
৩২০) কুরাইশরা যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পিঠে উটের নাড়িভূড়ি চাপিয়ে দিয়েছেল সেদিন তাদের বিরুদ্ধে তাঁর বদ্ দুআ করার হাদীছটি পূর্বে অতিক্রান্ত হয়েছে। এই বর্ণনার শেষের দিকে এসেছেঃ অতঃপর তাদের সকলকে বদরের কূপে নিক্ষেপ করা হয়েছে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ কূপে পতিতদের উপর চিরদিন লা’নত বর্ষিত হতে থাকবে।
باب الْمَرْأَةِ تَطْرَحُ عَنِ الْمُصَلِّي، شَيْئًا مِنَ الأَذَى
৩২০- حديث عبد الله في دعاء النبي صلى الله عليه و سلم على قريش يوم وضعوا عليه السلى تقدم وقال في آخره ثُمَّ سُحِبُوا إِلَى الْقَلِيبِ قَلِيب بَدْرٍ " ثُمَّ قَالَ رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأُتْبِعَ أَصْحَابُ الْقَلِيبِ لَعْنَة
৩২০- حديث عبد الله في دعاء النبي صلى الله عليه و سلم على قريش يوم وضعوا عليه السلى تقدم وقال في اخره ثم سحبوا الى القليب قليب بدر " ثم قال رسول الله صلى الله عليه وسلم واتبع اصحاب القليب لعنة
হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৮. কিতাবুস্ সালাত (كتاب الصلاة)