২৮০

পরিচ্ছেদঃ মসজিদের ভিতর দিয়ে অতিক্রম করা

২৮০) আবু মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যে ব্যক্তি আমাদের কোন মসজিদ অথবা বাজারের ভিতর দিয়ে যাতায়াত করবে সে যেন তীরের অগ্রভাগ হাত দিয়ে ধরে রাখে। যাতে সে নিজ হাতে কোন মুসলিমকে আহত না করে।

باب الْمُرُورِ فِي الْمَسْجِدِ

২৮০ـ عَنْ أَبِيْ مُوسى عَنِ النَّبِيِّ قَالَ مَنْ مَرَّ فِي شَيْءٍ مِنْ مَسَاجِدِنَا أَوْ أَسْوَاقِنَا، بِنَبْلٍ، فَلْيَأْخُذْ عَلَى نِصَالِهَا، لا يَعْقِرْ بِكَفِّهِ مُسْلِمًا. (بخارى:৪৫২)

২৮০ـ عن ابي موسى عن النبي قال من مر في شيء من مساجدنا او اسواقنا، بنبل، فلياخذ على نصالها، لا يعقر بكفه مسلما. (بخارى:৪৫২)

Passing through the mosque (is permissible)


Narrated Abu Burda bin `Abdullah:

(on the authority of his father) The Prophet (ﷺ) said, "Whoever passes through our mosques or markets with arrows should hold them by their heads lest he should injure a Muslim."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৮. কিতাবুস্ সালাত (كتاب الصلاة)