পরিচ্ছেদঃ মদীনার আনসারকে ভালবাসা ঈমানের অংশ
১৭) আনাস (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ মদীনার আনসারকে ভালাবাসা ঈমানের আলামত এবং আনসারকে ঘৃণা করা মুনাফেকের নিদর্শন।
باب عَلاَمَةُ الإِيمَانِ حُبُّ الأَنْصَارِ
১৭ ـ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ قَالَ آيَةُ الإِيمَانِ حُبُّ الأَنْصَارِ، وَآيَةُ النِّفَاقِ بُغْضُ الأَنْصَارِ. (بخارى:১৭)
১৭ ـ عن انس عن النبي قال اية الايمان حب الانصار، واية النفاق بغض الانصار. (بخارى:১৭)
ইসলামিক ফাউন্ডেশনঃ ১৬
ইসলামিক সেন্টারঃ ১৬
ইসলামিক সেন্টারঃ ১৬
To love the Ansar is a sign of faith
Narrated Anas:
The Prophet (ﷺ) said, "Love for the Ansar is a sign of faith and hatred for the Ansar is a sign of hypocrisy."
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান (كتاب الإيمان)