পরিচ্ছেদঃ ৯৮: তাশাহহুদের সময় চোখের দৃষ্টির স্থান
১১৬০. আলী ইবনু হুজুর (রহ.) ..... ’আবদুল্লাহ ইবনু ’উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি এক ব্যক্তিকে দেখলেন, সে সালাতে থাকা অবস্থায় তার হাত দ্বারা পাথরের টুকরা নাড়ছে। তার সালাত সমাপ্ত হলে তাকে ’আবদুল্লাহ (রাঃ) বললেন, তুমি সালাতে থাকা অবস্থায় পাথরের টুকরা নাড়াবে না। কেননা, তা শায়তানের কাজ, বরং তুমি ঐরূপ কর যেরূপ রাসূলুল্লাহ (সা.) করতেন। সে ব্যক্তি বলল, তিনি কি করতেন? ’আবদুল্লাহ (রাঃ) তার ডান হাত ডান উরুর উপরে রাখলেন। আর তার ঐ আঙ্গুল দ্বারা কিবলার দিকে ইঙ্গিত করলেন বা বৃদ্ধাঙ্গুলির নিকটবর্তী আর তার দৃষ্টি এর প্রতি রাখলেন। অতঃপর বললেন, আমি রাসূলুল্লাহ (সা.) -কে এরূপই করতে দেখেছি।
بَاب مَوْضِعِ الْبَصَرِ فِي التَّشَهُّدِ
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قال: حَدَّثَنَا إِسْمَاعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ، عَنْ مُسْلِمِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْمُعَاوِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّهُ رَأَى رَجُلًا يُحَرِّكُ الْحَصَى بِيَدِهِ وَهُوَ فِي الصَّلَاةِ فَلَمَّا انْصَرَفَ قَالَ لَهُ: عَبْدُ اللَّهِ لَا تُحَرِّكِ الْحَصَى وَأَنْتَ فِي الصَّلَاةِ فَإِنَّ ذَلِكَ مِنَ الشَّيْطَانِ وَلَكِنِ اصْنَعْ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ قَالَ: وَكَيْفَ كَانَ يَصْنَعُ قَالَ: فَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَأَشَارَ بِأُصْبُعِهِ الَّتِي تَلِي الْإِبْهَامَ فِي الْقِبْلَةِ وَرَمَى بِبَصَرِهِ إِلَيْهَا أَوْ نَحْوِهَا ثُمَّ قَالَ هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ .
تخریج دارالدعوہ: صحیح مسلم/المساجد ۲۱ (۵۸۰)، سنن ابی داود/الصلاة ۱۸۶ (۹۸۷)، (تحفة الأشراف: ۷۳۵۱)، موطا امام مالک/الصلاة ۱۲ (۹۸)، مسند احمد ۲/۱۰، ۴۵، ۶۵، ۷۳، سنن الدارمی/الصلاة ۸۳ (۱۳۷۸)، ویأتی عند المؤلف بأرقام: ۱۲۶۷، ۱۲۶۸ (حسن صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1161 - حسن صحيح
98. Where One Should Look While Reciting The Tashahhud
It was narrated from 'Abdullah bin 'Umar that: He saw a man moving pebbles with his hand while praying. When he finished, 'Abdullah said to him: Do not move the pebbles while you are praying, for that is from Shaitan. Rather do what the Messenger of Allah (ﷺ) used to do. He said: What did he used to do? He said: He would put his right hand on his right thigh, and point with the finger that is next to the thumb toward the Qiblah, and he would look at it, or thereabouts. Then he said: This is what I saw the Messenger of Allah (ﷺ) doing.