৯৫৪

পরিচ্ছেদঃ ৪০. রুকু থেকে মাথা উঠিয়ে কি বলবে

৯৫৪। উবায়দুল্লাহ ইবন মু’আয (রহঃ) ও যূহায়র ইবন হারব (রহঃ) …. শু’বা (রহঃ) সুত্রে মু’আয (রাঃ) থেকে বর্ণিত। মু’আযের বর্ণনায় ’ওয়াসখ’ শব্দের স্থলে ’দারান, উল্লেখ করা হয়েছে এবং ইয়াযীদের বর্ণনায় ’ওয়াসাখ’- শব্দের স্থলে ’দানাস’ বলা হয়েছে।

باب مَا يَقُولُ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ ‏

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي ح، قَالَ وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، كِلاَهُمَا عَنْ شُعْبَةَ، بِهَذَا الإِسْنَادِ فِي رِوَايَةِ مُعَاذٍ ‏"‏ كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّرَنِ ‏"‏ ‏.‏ وَفِي رِوَايَةِ يَزِيدَ ‏"‏ مِنَ الدَّنَسِ ‏"‏ ‏.‏

حدثنا عبيد الله بن معاذ، حدثنا ابي ح، قال وحدثني زهير بن حرب، حدثنا يزيد بن هارون، كلاهما عن شعبة، بهذا الاسناد في رواية معاذ ‏"‏ كما ينقى الثوب الابيض من الدرن ‏"‏ ‏.‏ وفي رواية يزيد ‏"‏ من الدنس ‏"‏ ‏.‏


This hadith with the same chain of transmitters has been narrated by Shu'ba, and in the narration of Mu'adh the words are:
" just as the white garment is cleansed from filth," and in the narration of Yazid:" from dirt".


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ শু'বা (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সহীহ মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন)
৪/ কিতাবুস স্বলাত ( كتاب الصلاة)