পরিচ্ছেদঃ
ذِكْرُ مَا يَجِبُ عَلَى الْمَرْءِ أَنْ يَسْأَلَ اللَّهَ جَلَّ وَعَلَا الْعِلْمَ النَّافِعَ رَزَقَنَا اللَّهُ إِيَّاهُ وَكُلَّ مُسْلِمٍ
কোন ব্যক্তির জন্য যে জিনিস আল্লাহর জাল্লা ওয়া আলা-এর কাছে উপকারী ইলম (জ্ঞান) চাওয়াকে আবশ্যক করে দেয় – (আল্লাহ তা’আলা আমাদেরকে এবং প্রত্যেক মুসলিমকে এই জ্ঞান দান করুন) – এ সংক্রান্ত বর্ণনাঃ
৮২. জাবির ইবনু আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হে আল্লাহ! আমি আপনার নিকট উপকারী জ্ঞান প্রার্থনা করছি এবং অনুপকারী জ্ঞান থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।[1]
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى الله عليه وسلم يَقُولُ:
(اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَأَعُوذُ بك من علم لا ينفع)
= [12: 5]
[تعليق الشيخ الألباني]
حسن صحيح – ((الصحيحة)) (1/ 15)، ((المشكاة)) (2498)، ((التعليق الرغيب)) (1/ 75).
الحديث: 82 ¦ الجزء: 1 ¦ الصفحة: 200
আরনাউত্ব: হাসান।
তাখরীজ: ইবনু আবী শাইবা ১০/১৮৫; ইবনু মাজাহ ৩৮৪৩; হাইসামী, মাজমা ১০/১৮১-১৮২। হাইসামী একে হাসান বলেছেন।