পরিচ্ছেদঃ ১৭৩: ঋতুমতি স্ত্রীর খিদমাত নেয়া প্রসঙ্গে
২৭০. মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহ.) ..... আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) মসজিদে ছিলেন, এমতাবস্থায় তিনি বললেন, হে ’আয়িশাহ্! আমাকে কাপড়টি এনে দাও। তিনি বললেন, আমি তো সালাত আদায় করি না, অর্থাৎ, (হায়য অবস্থায় আছি)। তিনি (সা.) বললেন, তোমার হায়য তোমার হাতে নয়। অতঃপর ’আয়িশাহ্ (রাঃ) তাঁকে কাপড়টি দিলেন।
بَاب اسْتِخْدَامِ الْحَائِضِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قال: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ يَزِيدَ بْنَ كَيْسَانَ، قال: حَدَّثَنِي أَبُو حَازِمٍ، قال: قال أَبُو هُرَيْرَةَ: بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ، إِذْ قَالَ: يَا عَائِشَةُ، نَاوِلِينِي الثَّوْبَ ، فَقَالَتْ: إِنِّي لَا أُصَلِّي، قَالَ: إِنَّهُ لَيْسَ فِي يَدِكِ ، فَنَاوَلَتْهُ.
تخریج دارالدعوہ: صحیح مسلم/الحیض ۲ (۲۹۹)، (تحفة الأشراف: ۱۳۴۴۳)، مسند احمد ۲/۴۲۸، ویأتي عند المؤلف في الحیض ۱۸ (برقم: ۳۸۳) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 271 - صحيح
173. Asking A Menstruating Woman To Do Something
Abu Hurairah said: While the Messenger of Allah (ﷺ) was in the Masjid, he said: 'O 'Aishah, hand me the garment.' She said: 'I am not praying.' He said: 'It is not in your hand.' So she gave it to him.