পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৪২-[৮] বারা’ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সা.) -কে দেখেছি যে, তিনি হাসান ইবনু ’আলীকে স্বীয় কাঁধের উপর রেখে বলছেন, হে আল্লাহ! আমি একে ভালোবাসি, আপনিও তাকে ভালোবাসুন। (বুখারী ও মুসলিম)
الفصل الاول (بَابِ مَنَاقِبِ أَهْلِ)
وَعَنِ الْبَرَاءِ قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ عَلَى عَاتِقِهِ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أُحِبُّهُ فَأَحِبَّهُ» مُتَّفق عَلَيْهِ
متفق علیہ ، رواہ البخاری (3749) و مسلم (58 / 2422)، (6258) ۔
(مُتَّفَقٌ عَلَيْهِ)
وعن البراء قال: رايت النبي صلى الله عليه وسلم والحسن بن علي على عاتقه يقول: «اللهم اني احبه فاحبه» متفق عليه
متفق علیہ ، رواہ البخاری (3749) و مسلم (58 / 2422)، (6258) ۔
(متفق عليه)
সহীহ: বুখারী ৩৭৪৯, মুসলিম ৫৬-(২৪২১), তিরমিযী ৩৭৮৩, ইবনু মাজাহ ১৪২, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৭৮৯, সহীহ আল আদাবুল মুফরাদ ৬৩, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩২১৯২, মুসনাদুল হুমায়দী ১০৪৩, মুসনাদে আহমাদ ৭৩৯২, আবূ ইয়া'লা ৬৩৯১, সহীহ ইবনু হিব্বান ৬৩৬২, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৮১৬৪, হিলইয়াতুল আওলিয়া ২/৩৫, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ২৫১৮, আল মু'জামুল আওসাত্ব ১৩৪৯, আল মুসতাদরাক লিল হাকিম ৪৭৯১, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ২১৬০২, আল আদাবুল মুফরাদ ৮৬।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ বারা'আ ইবনু আযিব (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-৩০: মান-মর্যাদা (كتاب المناقب)