পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৩৭-[৩] বারা’ ইবনু ’আযিব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) -এর ছেলে ইবরাহীম (রাঃ) যখন মৃত্যুবরণ করলেন, তখন রাসূলুল্লাহ (সা.) বললেন, নিশ্চয় তার জন্য জান্নাতে একজন ধাত্রী রয়েছে। (বুখারী)
الفصل الاول (بَابِ مَنَاقِبِ أَهْلِ)
وَعَن الْبَراء قَالَ: لَمَّا تُوُفِّيَ إِبْرَاهِيمُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لَهُ مُرْضِعًا فِي الْجنَّة» رَوَاهُ البُخَارِيّ
رواہ البخاری (1382) ۔
(صَحِيح)
وعن البراء قال: لما توفي ابراهيم قال رسول الله صلى الله عليه وسلم: «ان له مرضعا في الجنة» رواه البخاري
رواہ البخاری (1382) ۔
(صحيح)
সহীহ: বুখারী ১৩৮২, ইবনু মাজাহ ১৫১১, সহীহুল জামি ২১৮৮, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ১২০৫৩, মুসনাদে আহমাদ ১৮৫৭৩, সহীহ ইবনু হিব্বান ৬৯৪৯, আল মুসতাদরাক লিল হাকিম ৬৮২০।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ বারা'আ ইবনু আযিব (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-৩০: মান-মর্যাদা (كتاب المناقب)