পরিচ্ছেদঃ ৩৭/২৩. পুরুষের জন্য যাফরান রং ব্যবহার করা নিষিদ্ধ।
১৩৬১. আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জাফরানী রং-এর কাপড় পরিধান করতে নিষেধ করেছেন।
النهي عن التزعفر للرجال
حديث أَنَسٍ، قَالَ: نَهى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنْ يَتَزَعْفَرَ الرَّجُلُ
حديث انس، قال: نهى النبي صلى الله عليه وسلم، ان يتزعفر الرجل
সহীহুল বুখারী, পৰ্ব ৭৭ : পোশাক, অধ্যায় ৩৩, হাঃ ৫৮৪৬; মুসলিম, পর্ব ৩৭; পোষাক ও অলঙ্কার, অধ্যায় ২৩, হাঃ ২১০১
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
৩৭/ পোষাক ও অলঙ্কার (كتاب اللباس والزينة)