পরিচ্ছেদঃ ৩৬/৩৪. মু’মিন খায় এক পেটে, কাফির খায় সাত পেটে।
১৩৩৪. ইবনু ’উমার (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মু’মিন এক পেটে খায় আর কাফির অথবা মুনাফিক সাত পেটে খায়।
المؤمن يأكل في معى واحد، والكافر يأكل في سبعة أمعاء
حديث ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ الْمُؤْمِنَ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ، وَإِنَّ الْكَافِرَ أَوِ الْمُنَافِقَ يَأْكُلُ فِي سَبْعِةِ أَمْعَاءٍ
حديث ابن عمر، قال: قال رسول الله صلى الله عليه وسلم: ان المومن ياكل في معى واحد، وان الكافر او المنافق ياكل في سبعة امعاء
সহীহুল বুখারী, পর্ব ৭০: খাওয়া-খাদ্য, অধ্যায় ১২, হাঃ ৫৩৯৪; মুসলিম, পর্ব ৩৬ : পানীয়, অধ্যায় ৩৪, হাঃ ২০৬০
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবন উমর (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
৩৬/ পানীয় (كتاب الأشربة)