পরিচ্ছেদঃ ৩৬/২৩. তাজা খেজুরের সাথে শসা খাওয়া।
১৩২৫. আবদুল্লাহ ইবনু জাফর ইবনু আবূ ত্বলিব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তাজা খেজুর কাঁকুড়ের সঙ্গে মিশিয়ে খেতে দেখেছি।
أكل القثاء بالرطب
حديث عَبْدِ اللهِ بْنِ جَعْفَرِ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ الرُّطَبَ بالْقِثَّاءِ
حديث عبد الله بن جعفر بن ابي طالب، قال: رايت النبي صلى الله عليه وسلم ياكل الرطب بالقثاء
সহীহুল বুখারী, পর্ব ৭০: খাওয়া-খাদ্য, অধ্যায় ৩৯, হাঃ ৫৪৪০; মুসলিম, পর্ব ৩৬ : পানীয়, অধ্যায় ২৩, হাঃ ২০৪৩
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ জা‘ফার ইবনু আবূ ত্বালিব (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
৩৬/ পানীয় (كتاب الأشربة)