পরিচ্ছেদঃ ৩৬/১৩. খাওয়া ও পান করার আদব এবং তার বিধান।
১৩১৪. আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশকের মুখ খুলে, তাতে মুখ লাগিয়ে পানি পান করতে নিষেধ করেছেন।
آداب الطعام والشراب وأحكامهما
حديث أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ اخْتِنَاثِ الأَسْقِيَةِ، يَعْنِي أَنْ تُكْسَرَ أَفْوَاهُهَا فَيُشْرَبَ مِنْهَا
حديث ابي سعيد الخدري، قال: نهى رسول الله صلى الله عليه وسلم عن اختناث الاسقية، يعني ان تكسر افواهها فيشرب منها
সহীহুল বুখারী, পর্ব ৭৪ : পানীয়, অধ্যায় ২৩, হাঃ ৫৬২৫; মুসলিম, পর্ব ৩৬ : পানীয়, অধ্যায় ১৩, হাঃ ২০২৩
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ সা’ঈদ খুদরী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
৩৬/ পানীয় (كتاب الأشربة)