পরিচ্ছেদঃ ২০/৩. ওয়ালা বিক্রয় করা ও দান করা নিষিদ্ধ।
৯৬২. ইবনু ’উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রীতদাসের অভিভাবকত্ব বিক্রি করতে এবং তা দান করতে নিষেধ করেছেন।
النهى عن بيع الولاء وهبته
حديث ابْنِ عُمَرَ، قَالَ: نَهى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الْوَلاَءِ وَعَنْ هِبَتِهِ
حديث ابن عمر، قال: نهى رسول الله صلى الله عليه وسلم عن بيع الولاء وعن هبته
সহীহুল বুখারী, পূর্ব ৪৯: ক্রীতদাস আযাদ করা, অধ্যায় ১০, হাঃ ২৫৫; মুসলিম, পর্ব ২০ : ইতক (মুক্তি), অধ্যায় ৩, হাঃ ১৫০৬
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবন উমর (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
২০/ ইত্ক (মুক্তি) (كتاب العتق)