পরিচ্ছেদঃ ১৭/১০. বিছানা যার সন্তান তার এবং সন্দেহ থেকে বেঁচে থাকা।
৯২৩. আবু হুরায়রাহ (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেছেনঃ সন্তান হল শয্যাধিপতির।
الولد للفراش وتوقي الشبهات
حديث أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: الْوَلَدُ لِصَاحِبِ الْفِرَاشِ
حديث ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم، قال: الولد لصاحب الفراش
সহীহুল বুখারী, পৰ্ব ৮৫: ফারায়িয, অধ্যায় ১৮, হাঃ ৬৭৫০; মুসলিম, পৰ্ব ১৭: দুগ্ধপান, অধ্যায়, হাঃ ১৪৫৮
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
১৭/ দুধপান (كتاب الرضاع)