পরিচ্ছেদঃ ১৫/৯৭. কুবা মসজিদ ও সেখানে সালাত আদায়ের ফযীলত এবং তা যিয়ারত করা।
৮৮৩. ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করে কিংবা পায়ে হেঁটে কুবা মসজিদে আসতেন।
فضل مسجد قباء وفضل الصلاة فيه وزيارته
حديث ابْنِ عُمَرَ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِي قُبَاءً رَاكِبًا وَمَاشِيًا
حديث ابن عمر، قال: كان النبي صلى الله عليه وسلم ياتي قباء راكبا وماشيا
সহীহুল বুখারী, পর্ব ২০: মক্কাহ ও মদীনাহর মসজিদে সালাতের মর্যাদা, অধ্যায় ৪, হাঃ ১১৯৪; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৯৭, হাঃ ১৩৯৯
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবন উমর (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
১৫/ হজ্জ (كتاب الحج)