৭৩০

পরিচ্ছেদঃ ১৪/৩. রমযানের শেষ দশদিন (বিভিন্ন ইবাদাতের) যথাসাধ্য চেষ্টা করা।

৭৩০. ’আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, যখন রমযানের শেষ দশক আসত তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর লুঙ্গি কষে নিতেন (বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন) এবং রাত্র জেগে থাকতেন ও পরিবার-পরিজনকে জাগিয়ে দিতেন।

الاجتهاد في العشر الأواخر من شهر رمضان

حديث عَائِشَةَ، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ وَأَحْيَا لَيْلَهُ، وَأَيْقَظَ أَهْلَهُ

حديث عاىشة قالت كان النبي صلى الله عليه وسلم اذا دخل العشر شد مىزره واحيا ليله وايقظ اهله

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
১৪/ ইতিকাফ (كتاب الاعتكاف)