পরিচ্ছেদঃ ১৩/২৬. শা'বান মাসে রমাযানের বাকী সওম আদায় করা।
৭০৩. ’আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমার উপর রমযানের যে কা হয়ে যেত তা পরবর্তী শা’বান ব্যতীত আমি আদায় করতে পারতাম না।
قضاء رمضان في شعبان
حديث عَائِشَةَ، قَالَتْ: كَانَ يَكُون عَلَيَّ الصَّوْمُ مِنْ رَمَضَانَ، فَمَا أَسْتَطِيعُ أَنْ أَقْضِيَ إِلاَّ فِي شَعْبَانَ
حديث عاىشة، قالت: كان يكون علي الصوم من رمضان، فما استطيع ان اقضي الا في شعبان
সহীহুল বুখারী, পৰ্ব ৩০: সওম, অধ্যায় ৪০, হাঃ ১৯৫০; মুসলিম, পর্ব ১৩; সওম, অধ্যায় ২৬, হাঃ ১১৪৬
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
১৩/ সওম (كتاب الصيام)