পরিচ্ছেদঃ ৩২. ক্বিনতার এর পরিমাণ
৩৫০৪. আবী নাযরাহ আল আবদী হতে বর্ণিত, তিনি বলেন, ’ক্বিনতার’ হলো ষাঁড়ের চামড়া ভর্তি সোনার সমপরিমাণ।’[1]
باب كَمْ يَكُونُ الْقِنْطَارُ
حَدَّثَنَا إِسْحَقُ بْنُ عِيسَى عَنْ أَبِي الْأَشْهَبِ عَنْ أَبِي نَضْرَةَ الْعَبْدِيِّ قَالَ الْقِنْطَارُ مِلْءُ مَسْكِ ثَوْرٍ ذَهَبًا
حدثنا اسحق بن عيسى عن ابي الاشهب عن ابي نضرة العبدي قال القنطار ملء مسك ثور ذهبا
[1] তাহক্বীক্ব: এর সনদ আবূ নাযরাহ পর্যন্ত সহীহ।
তাখরীজ: এটি গত হয়েছে ৩৪৯৪ নং এ।
তাখরীজ: এটি গত হয়েছে ৩৪৯৪ নং এ।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
২৩. কুরআনের ফযীলত অধ্যায় (كتاب فضائل القرآن)